বগুড়ায় ৩৫২ বোতল ফেন্সিডিলসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল রবিবার ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের ধুনট মোড় এলাকায় অভিযান চালিয়ে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশী করে ৩৫২ বোতল ফেন্সিডিল, নগদ ২৩ হাজার টাকা ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার মধুপুর পঁচিশা গ্রামের মৃত ওসমান গনির পুত্র মোঃ সাকের আহম্মেদ হিতু (৪০) ও একই উপজেলার বিশনাইপাল গ্রামের মোঃ মাজেম আলীর পুত্র মোঃ আবু হাশেম (২৯)।
র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ খলিলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুরের ধুনট মোড় এলাকায় ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে পাঁকা রাস্তার উপরে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী নুড়ি পাথর বোঝায় তল্লাশি করে ৩৫২ বোতল ফেন্সিডিল, ট্রাক চালক মাদক ব্যবসায়ী মোঃ সাকের আহম্মেদ হিতু (৪০), এবং হেলপার মোঃ আবু হাশেম (২৯) কে গ্রেফতার করা হয়। পরে ট্রাক থেকে উল্লেখিত পরিমান ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় ঢাকা মেট্রো-ট-২২-৫৬১৪ ট্রাক, ২টি মোবাইল, ৩টি সীমকার্ড ও নগদ ২৩,০০০/- টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেন্সিডিল এর বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

error

Share this news to your community