বগুড়ায় ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বগুড়া নিউজলাইভ ডটকমঃ বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনা ভ্ইারাসে আক্রান্ত ও করোনার উপসর্গ নিয়ে মোট ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা যান ৩ জন এবং উপসর্গে মৃত্যু ৪ জন।
বগুড়া করোনা আইসোলেশন সেন্টার বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শফিক আমিন কাজল জানান, শহরের বারপুর ও মালতিনগরে করোনায় আক্রান্ত ২ জনকে হাসপাতালে আনতে এ্যাম্বুলেন্স পাঠান হয়েছিলো। তবে হাসপাতালে আসার আগেই তারা মারা যান। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তিকে বগুড়া থেকে ঢাকায় নেয়ার পথে মারা যান। এছাড়া করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক কিশোর সহ ৪ জনের মৃত্যু হয়। শুক্রবার সকাল থেকে শনিবার দুপুর পর্যন্ত এই ৭ জনের মৃত্যু হয়। এদিকে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা, মোস্তাফিজুর রহমান তুহিন জানিয়েছেন, এপর্যন্ত বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। আর শুক্রবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১হাজার ৮৬ জন।

error

Share this news to your community