বগুড়ায় শেখ রাসেল শিশু উদ্যানের নিমার্ণ কাজের উদ্বোধন

বগুড়া নিউজ লাইভ ডটকমঃ শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে বগুড়া সুবিল উচ্চ বিদ্যালয়ের মুলফটকে দৃষ্টিনন্দন শেখ রাসেল শিশু উদ্যানের ভিত্তিপ্রস্তর স্থাপন, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে।
বগুড়া সুবিল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল রাজী জুয়েলের সভাপতিত্বে শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ের মুলফটকে শেখ রাসেল শিশু উদ্যানের ভিত্তিপ্রস্তর স্থাপন, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু ও অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন। শেখ রাসেল শিশু উদ্যানের ভিত্তিপ্রস্তর স্থাপন, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রহমান রয়েল, সহকারী প্রধান শিক্ষক মুন্নুজান বেগম, সুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরিফা বেগম, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজমিলুর রহমান স্বাধীন, নওশাদুর রহমান, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইদ্রিস আলী বক্তব্য রাখেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন কুমার ঘোষের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য সাইদুর রহমান, সাইফুল ইসলাম, আবু তৈয়ব, ওয়াদুদুর রহমা ন মিলন, বেলাল হোসেন, কামাল হোসেন, ছাত্রলীগ নেতা শিপলু শেখ, সুলতান আহমেদ সুমন, তাজমিলুর রহমান তমাল, সাজ্জাদ আলম পারভেজ, মুকুল ইসলাম, সজীব সাহা, নুর আলম, সাজু মিয়া প্রমুখ। দৃষ্টিনন্দন শেখ রাসেল শিশু উদ্যানের ভিত্তিপ্রস্তর শেষে দোয়া পরিচালনা বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন মোল্লা।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে সকলকে এক হয়ে কাজ করে যেতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে সকলকে শপথ নিতে হবে। দেশের প্রতিটি ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃতে¦ উন্নয়ন সাধিত হচ্ছে। দেশের প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিচ্ছে বর্তমান সরকার।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল রাজী জুয়েল জানান, আগামী ১৭ মার্চের মধ্যে দৃষ্টিনন্দন শেখ রাসেল শিশু উদ্যানের কাজ সমাপ্ত করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।

error

Share this news to your community