বগুড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান: ২ প্রতিষ্ঠানে দেড় লাখ টাকা জরিমানা আদায়

সাজ্জাদ হোসেন পল্লব, বগুড়া নিউজলাইভ ডটকম : বগুড়া শহরের মাটিডালীতে অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজারের কারখানায় ও বৃন্দাবন পাড়ায় আকবর লাচ্ছা সেমাই কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দেড় লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার বগুড়া শহরের মাটিডালী বেøড ফ্যাক্টরীর গোডাউন অভিযান চালিয়ে নিউ শাহ আমানত কেমিক্যাল ইউনিট ওয়ান বাংলাদেশ অনুমোদন বিহীন “ফিনিক্স” হ্যান্ড স্যানিটাইজার তৈরীর কারখানায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিএম রাশেদুল ইসলাম র‌্যাব-১২ বগুড়ার সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় নিউ শাহ আমানত কেমিক্যালের কারখানা হতে বিপুল পরিমাণ অবৈধ হ্যান্ড স্যানিটাইজার উদ্ধার করেন। অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার তৈরির অপরাধে শাহ আমানত কেমিক্যাল ইউনিট ওয়ান বাংলাদেশের মালিক মাটিডালী এলাকার মৃত চাঁন মিয়ার পুত্র মোত্তাকিম দোলনকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করেন।
অপরদিকে বগুড়া শহরের দক্ষিণ বৃন্দাবন পাড়া এলাকায় আকবর লাচ্ছা সেমাই কারখানায় অভিযান পচিালনা করেন। এসময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা তৈরি করার অপরাধে ভোক্তা অধিকার আইনে আকবর লাচ্ছা সেমাই কারখানার মালিক আমিনুর ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অভিযান চলাকালে র‌্যাব-১২ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার রওশন আলী সহ র‌্যাব সদস্যরা অংশ নেন।

error

Share this news to your community