বগুড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান পলিথিন বিক্রির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান পলিথিন বিক্রির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা।

বগুড়া শহরের রাজা বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

রবিবার বিকেলে ৪ এপিবিএন বগুড়ার সহযোগীতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন আক্তার ও তাসমিনুজ্জামান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই অর্থ দন্ড প্রদান করেন।

৪ এপিবিএন বগুড়ার অধিনায়ক নিজাম উদ্দিন জানান, ৪ এপিবিএন এর সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন আক্তার ও তাসমিনুজ্জামান শহরের রাজা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এসময় সরকারী অনুমোদন ব্যতিত পরিবেশ দুষণকারী পলিথিন বিক্রয়ের অপরাধে

“খলিল ষ্টোর” এর প্রোপাইটর মোঃ খলিল রহমান (৩৬) কে ৫,০০০/- টাকা,

“মেসার্স লিটন এন্টার প্রাইজ” এর প্রোপাইটর মোঃ এনামুল হক (৪৫) কে ৫,০০০/- টাকা,

“ডোরেন ষ্টোর” এর প্রোপাইটর মোঃ এম হোসেন (৬৮) কে ১০,০০০/- অর্থদন্ড প্রদান করেছেন।

error

Share this news to your community