বগুড়ায় বিসিআইসি’র চাকরিচ্যুত প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সান্তাহারে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের বাফার সার গুমামের চাকরিচ্যুত উপ-প্রধান প্রকৌশলী নবির উদ্দিন খানের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

বুধবার দুপুরে পাঁচ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের বগুড়া সমন্বিত কার্যালয়ে এ মামলা হয়েছে। তবে ওই প্রকৌশলী পলাতক রয়েছেন।

দুদকের বগুড়া সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, এর আগে নবির উদ্দিনকে সম্পদের বিবরণী দাখিলের নোটিশ দেয়া হলেও তিনি তা দেননি। তবে তদন্তে তার বিরুদ্ধে পাঁচ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় মামলা হয়েছে।

তিনি আরো জানান, ২০১৬ সালে দুর্নীতির দায়ে চাকরিচ্যুত হওয়ার পর থেকেই নবির উদ্দিন পলাতক রয়েছেন। তার স্ত্রী মহসীনা বেগমের বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত করা হচ্ছে।

error

Share this news to your community