বগুড়ায় ফ্রি চোখের চিকিৎসা এবং ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

গাবতলী(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ায় জয়পুরপাড়া ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় গাক চক্ষু হাসপাতালের আয়োজনে স্কুলের হলরুমে ফ্রি চোখের চিকিৎসা এবং ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিন ব্যাপি প্রায় ৩শত ৫০জন রোগীর চোখের ফ্রি চিকিৎসা, ঔষুধ ও চশমা বিতরন করা হয়। ছানী পড়া রোগী বাছাই করে ২৪০০ টাকায় গাক চক্ষু হাসপাতালে যাওয়া, আসা, অপারেশ, ঔষধ, চশমা ও থাকা খাওয়া ব্যবস্থা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ এনামুল প্রাং, মোঃ ইমরান মন্ডল, মোঃ আবু তাহের, মাফুজার রহমান ও মিজানুর রহমান মিজু, ব্র্যাক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন, গাক চক্ষু হাসপাতালের ডাঃ আফসানা সিফাত, ক্যাম্প অর্গানাইজার শাহিনুর ইসলাম, অপথালমিক সহকারী তামবিরা সুলতানা, আকলিমা আকতারসহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

error

Share this news to your community