বগুড়ায় নানা আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার, বগুড়া নিউজলাইভ ডটকম: ডিজিটাল বাংলাদেশ দিবসে বগুড়ায় র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার সকাল ৯ টায় জেলা প্রশাসক কার্যালয চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান। পরে জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী বের হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াছমিন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক। বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, সাংবাদিক প্রদীপ ভট্টাচার্য শংকর এবং আখতারুজ্জামান।এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ বগুড়ার উপ পরিচালক মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম আলী বেগ, উজ্জল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সালাহ্উদ্দিন আহমেদ প্রমুখ।সভায় বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশের রুপকার বঙ্গবন্ধুর দৌহিত্র সজিব ওয়াজেদ জয় দেশে ডিজিটাল বিপ্লব ঘটিয়েছেন। আজ বাংলাদেশের মানুষের হাতের মুঠোয় সারা বিশ্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের নির্বাচনের আগে দেশকে ডিজিটাল পরিনত করে উন্নত বিশে^র কাতারে নিয়ে যাওয়া প্রতিশ্রুতি ব্যক্ত করলে অনেকে কটাক্ষ করেছে। অথচ তারাই এখন ডিজিটাল সুবিধা ভোগ করছে।আলোচনা সভা শেষে অনুষ্টানে ইউডিসিএ’র ১১ তম বর্ষপুর্তিতে কেক কাটা ও ডিজিটাল বাংলাদেশ সম্পর্কিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ক্রেষ্ট ও সার্টিফিকেট বিতরন করা হয়।

error

Share this news to your community