বগুড়ায় নতুন করে ২৬জন করোনায় শনাক্ত

স্টাফ রিপোর্টার, বগুড়া নিউজলাইভ ডটকমঃ বগুড়ায় করোনা সংক্রমণ বেড়েই চলেছে। বুধবার নতুন করে ২৬জন করোনায় শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৭জন পুরুষ, ৭জন মহিলা ও ২জন শিশু। বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন রাতে এ তথ্য নিশ্চিত করে বলেন, আক্রান্তদের মধ্যে বেশির ভাগ বগুড়া সদরের। বগুড়া সদরের ১৪জন, শাজাহানপুরে ২জন, গাবতলীতে ২জন, শেরপুরে ২জন, দুপচাচিয়ায় ৪জন, সারিয়াকান্দি ও ধুনটে একজন করে। সদরের মালগ্রাম, জলেশ্বরীতলা ও ঠেঙ্গামারা করোনা শনাক্তের সংখ্যাই বেশি।
বুধবার বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজে পিসিআর ল্যাবে ১৮৮ নমুনা পরীক্ষার মধ্যে বগুড়ার ১৫৩টির ফলাফলে ১৫টি পজিটিভ ও টিএমএসএসে ২৮টি নমুনা পরীক্ষার ফলাফলে ১১ জন পজিটিভ। এনিয়ে বগুড়া মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪৭৫ জনে। এর মধ্যে ৩৫ জন সুস্থ ও ১জনের মৃতু্ হওয়ায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৪৩৯ জন। স্বাস্থ্য বিধি মেনে না চলায় সংক্রমণের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি ভয়াবহতা দিকে এগিয়ে যাচ্ছে।

error

Share this news to your community