বগুড়ায় জেলা আওয়ামী লীগ সহ নেতৃবৃন্দের ত্রাণ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার, বগুড়া নিউজলাইভ ডটকম: বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পর্যায়ে কর্মহীন, অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগে নেয়া হয়েছে। ওই উদ্যোগের অংশ হিসেবে সোমবার বেলা ১১টায় টেম্পল রোডস্থ দলীয় কার্যালয়ে বগুড়া পৌরসভা, কাহালু, আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়। বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও ত্রাণ কমিটির আহ্বায়ক মজিবর রহমান মজনু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণ কমিটির সদস্য সচিব রাগেবুল আহসান রিপু ত্রান সামগ্রী বিতরণ করেন।


ত্রাণ সামগ্রীতে প্রতিটি প্যাকেটে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি আটা, সয়াবিন তৈল ও লবণ দেওয়া হয়। পর্যায়ক্রমে সকল উপজেলায় বগুড়া জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ৪ হাজার পরিবারের মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক, সাগর কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক, আসাদুর রহমান দুলু, সাবেক দপ্তর সম্পাদক এড. জাকির হোসেন নবাব, আওয়ামীলীগ নেতা মাশরাফী হিরো, আলরাজী জুয়েল, রফি নেওয়াজ খান রবিন, আবু সুফিয়ান সফিক, আব্দুল মান্নান, ওবায়দুল হাসান ববি। এদিকে রবিবার রাতে শহরের ১০ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক। এসময় জেলা আ’লীগ নেতা সুলতান মাহমুদ খান রনি, শহর আ’লীগের সা: সম্পাদক ওবায়দুল হাসান ববি, সাইদুর রহমান মার্কনী, মাহমুদুন্নবী রাসেল উপস্থিত ছিলেন। বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নে ৬ষ্ঠ দফায় ১০ কেজি করে চাল পেল আরো ২শ’ পরিবার। সোমবার বেলা ১১ টায় পল্লীমঙ্গল ইউনিয়ন পরিষদ চত্বরে জি.আর এর চাল ও ২ কেজি করে আলু বিতরণ করা হয়। চাল বিতরনের উদ্বোধন করেন বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু। শাখারিয়া ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা প্রভাষক কামরুল হুদা উজ্জলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান সিজু, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইফতারুল ইসলাম মামুন, সমাজসেবক রেজাউল করিম, কামাল হায়দার দুলা। সোমবার বগুড়া জেলা পরিষদে কর্মহীন ডোম পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান একেএম আছাদুর রহমান দুলু।

error

Share this news to your community