বগুড়ায় জুয়ার আসরে র‌্যাবের অভিযান॥ আড়াই লক্ষাধিক টাকাসহ ৫৫ আটক ॥ ভ্রাম্যমান আদালতের সাজা প্রদান

বগুড়া নিউজলাইভ ডটকমঃ বুধবার রাতে বগুড়ার ভবের বাজার ট্রাক টার্মিনাল থেকে জুয়া খেলার সময় আড়াই লক্ষাধিক টাকা সহ ৫৫ জনকে জুয়ার আসর থেকে আটক করেছে র‌্যাব। এসময় ভ্রাম্যমান আদালত জুয়া খেলার দায়ে ৫৫ জনকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট বীর আমির হামজা ভ্রাম্যমান আদালতে এই কারাদন্ডের নির্দেশ দেন। জুয়ার আসর থেকে অর্ধশত মোবাইল ফোন সহ জুয়ার সরঞ্জাম উদ্ধার হয়।
র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প জানায়, গোপন সুত্রে খবর পেয়ে প্রথম বাইপাস সড়কের পার্শ্বে ভবের বাজার ট্রাক টার্মিনালে র‌্যাবের একটি টিম অভিযান চালায়। টার্মিনালের ভিতর বিশ্রামাগার সহ ৩টি কক্ষে জুয়ার আসর চলছিলো। র‌্যাব বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কোমান্ডার মোঃ রওশন আলী জানান, ওই স্থানে দীর্ঘ দিন ধরে জুয়ার আসর হচ্ছিল। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের পর অভিযান চালান হয়। অভিযান কালে হাতে নাতে জুয়াড়িদের আটক করা হয়। অভিযানে মোট ২ লাখ ৫৬ জাহার ৬শ টাকা আটক হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিাচলানা করে প্রত্যেককে কারাদন্ড প্রদান করেন। র‌্যাব আরো জানায়, ওই জুয়ার আসর একটি চক্র পরিচালনা করছিলো। প্রতিদিন লাখ লাখ টাকার জুয়া খেলা হতো। জুয়া পরিচালনা বাবদ চক্রটি আসর থেকে প্রায় ২ লক্ষাধিক টাকা থেকে তুলতো। অভিযান কালে উদ্ধারকৃত টাকার মধ্যে আসর পরিচালনা বাবদ তোলা টাকাও বাক্সের মধ্যে পাওয়া যায়।

error

Share this news to your community