বগুড়ায় ঘুষ নেয়ার সময় দুদকের হাতে সহকারী কর কমিশনার গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ করদাতা এক ব্যবসায়ীর নিকট থেকে ৫০ হাজার টাকা ঘুষ নেয়ার সময় মঙ্গলবার দুপুরে অভিজিৎ কুমার দে নামে এক সহকারী কর কমিশনারকে গ্রেফতার করেছে দুদক। তিনি বগুড়ার ১৪ ও ১৫ কর সার্কেলে দায়িত্ব পালন করছিলেন। বগুড়া উপ কর কমিশনারের কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া সমন্বিত কার্যালয়ের উপ পরিচালক মোঃ মনিরুজ্জামানের তত্বাবধানে ও সহকারী পরিচালক আমিনুল ইসলামের নেতৃত্বে দুদকের ৫ সদস্যের একটি টিম এই অভিযান চালান।
দুদক সূত্র জানায়, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার করদাতা ইউনুছ আলী একজন ওষুধ ব্যবসায়ী। ২০১৮-২০১৯ অর্থবছরে তার আয়কর ফাইল সংশোধনের জন্য কর অফিসে তিনি আবেদন করেছিলেন। এক্ষত্রে প্রায় ৬/৭ মাস ধরে তার ফাইলটি আটকে রেখে হয়রানী করা হয়। একপর্যায়ে সহকারি কর কমিশনার অভিজিৎ কুমার দে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। ব্যবসায়ী মৌখিক ভাবে প্রথমে দুদক কার্যালয়ে বিষয়টি জানান। দুদক গোপন অনুসন্ধানে বিষয়টি তদন্ত করে সত্যতা পেয়ে প্রধান কার্যালয়ে সেটি জানায়। এবিষয়ে ব্যবসায়ী ইউনুছ আলী লিখিত ভাবে মঙ্গলবার তার নিকট থেকে ঘুষ দাবি করার ব্যাপারে দুদক কার্যালয়ে অভিযোগ করেন। এর প্রেক্ষিতে দুদকের একটি টিম হাতানাতে সহকারী কর কমিশনারকে ধরার জন্য ফাঁদ পাতেন। মঙ্গলবার দুপুরে ব্যবসায়ীর নিকট থেকে দাবিকৃত ৫০ হাজার টাকা নেয়ার সময় দুদকের টিম সেখানে পুলিশের সহায়তায় অভিযান চালায়। এসময় ঘুষের ৫০ হাজার টাকা সহ সহকারী কর কমিশনার অভিজিৎ কুমার দে’কে হাতে নাতে গ্রেফতার করা হয়। দীর্ঘ সময় ধরে দুদক তার কার্যালয়ে অভিযান পরিচালনা করে। এসময় গ্রেফতারকৃত অভিযুক্ত সহকারী কমিশনারের কার্যালয় থেকে দুদক বেশ কিছু নথি জব্দ করে। এব্যাপারে দুদক বগুড়া সমন্বিত কার্যালয়ের উপ পরিচালক মনিরুজ্জামান জানান, ঘুষের টাকা সহ গ্রেফতারের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

error

Share this news to your community