বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে অন্তসত্বা নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, বগুড়া নিউজলাইভ ডটকমঃ বগুড়ার আইসোলেশন সেন্টার বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে নাসরিন(১৯) নামে এক অন্তসত্বা নারীর মৃত্যু হয়েছে। রবিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠান হয়েছে।
বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালের তত্বাবধায়ক ডা. নুরুজ্জামান সঞ্চয় জানান, রবিবার রাতে অন্তসত্বা ওই নারী করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তার জ্বর ও শ্বাসকস্ট সহ করোনার অন্যান্য উপসর্গ ছিলো। তার বাড়ি জয়পুরহাটের তিলকপুরে। নওগাঁ হাসপাতাল থেকে রবিবার সে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে আসে। সেখান থেকে রাতে তাকে মোহাম্মাদ আলী হাসপাতালে স্থানান্তর করা হয়েছিলো। ভর্তির কিছু পরেই সে মারা যায়। উল্লেখ্য বগুড়া মোহাম্মাদ আলী হাসাপাতালের আইসোলেশন সেন্টারে বর্তমানে ৫৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। আর এপর্যন্ত বগুড়ায় করোনা ভাইরাসে সনাক্ত হয়েছে ৩৭১ জন।

error

Share this news to your community