বগুড়ায় করোনার উপসর্গ নিয়ে আরো ৩ জন আইসোলেশন হাসপাতালে ভর্তি ॥ ১১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরন

বগুড়া নিউজলাইভ ডটকমঃ বগুড়ায় করোনার উপসর্গ নিয়ে আরো ২ জন বগুড়া মোহাম্মাদ আলী আইসোলেশন হাসপাতালে ভর্তি হয়েছে। মোহাম্মাদ আলী হাসপাতাল শুধু করোনা ভাইরাসের লক্ষনযুক্ত রোগীদের চিকিৎসার জন্য আইসোলেশন হাসপাতাল হিসাবে কার্যক্রম চালাচ্ছে। নতুন ৩ জন নিয়ে এর্পযন্ত ৭ জন রোগী সেখানে ভর্তি হলো। এদিকে শনিবার বগুড়া থেকে মোট ১১ জন করোনা ভাইরাসের লক্ষনযুক্ত রোগীর নমুনা পরীকার জন্য রাজশাহীতে স্থাপিত ল্যাবে পাঠান হয়েছে বলে বগুড়ার সিভিল সার্জন ডা.গওসুল আজিম চৌধুরী জানিয়েছেন। তিনি জানান এই সব নমুনার মধ্যে উপজেলা পর্যায় থেকে ৪ জনের এবং বগুড়া মোহাম্মাদ আলী আইসোলেশন হাসপাতাল থেকে ৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। অপর দিকে করোনা আক্রান্ত সন্দেহে এক রোগীর চিকিৎসা করতে গিয়ে সংস্পর্সে আসায় বগুড়া মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের চিকিৎসক নার্স ও স্টাফসহ মোট ১৬ জনকে সতর্কতামুলক হোম কোয়ান্টোইনে পাঠান হয়েছে বলে হাসপাতাল কর্তপক্ষ জানিয়েছে।
বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা.শফিক আমিন কাজল জানান, করোনা ভাইরাসে আক্রান্তের উপসর্গ নিয়ে বগুড়ার ধুনট উপজেলার এক জন, সদরের এক মহিলা শনিবার দুপুর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে। বগুড়া মেডিক্যাল কলেজের সহকারী পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ বিকালে জানিয়েছেন, মেডিক্যাল কলেজ হাসপাতালে আসা বগুড়ার শাজাহানপুর এলাকার এক বৃদ্ধা শ্বাসকস্ট নিয়ে হাসপাতালে এসেছিলো। প্রাথমিক পরীক্ষার পর করোনা উপসর্গ দেখে তাকে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এছাড়া শজিমেক হাসপাতালের চিকিৎসক ও নার্স সহ ১৬ জন হোমকোয়ারেন্টাইনে যাওয়ার বিষয়টি স্বিকার করে ডা. ওয়াদুদ জানান, করোনা সন্দেহে ভর্তি এক রোগীর তারা চিকিৎসা করেছিলেন। রোগীটি প্রথমে হাসপাতালের একটি বিভাগে ভর্তি হয়েছিলো। পরে তাকে আইসোলেশন হাসপাতালে পাঠান হয়। ওই রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে সিভিল সার্জন জানিয়েছেন, ওই রোগী করোনা রোগে সনাক্ত হয়েছে কিনা সে বিষয়ে রিপোর্ট তাদের নিকট আসেনি। এদিকে স্বাস্থ্য বিভাগ সুত্র জানায়, জেলায় দুপুর পর্যন্ত ৬০৫ জন হোমকোয়ারেন্টাইনে রয়েছে। এপর্যন্ত হোমকোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছে ৩৭৩ জন।

error

Share this news to your community