বগুড়ায় করোনার উপসর্গ কিশোরের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বগুড়া নিউজলাইভ ডটকমঃ করোনা আইসোলেশন সেন্টার বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে শুক্রবার সকাল ১০টায় কাহালুর পালপাড়া এলাকার নাঈম (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ওই কিশোর উল্লেখিত গ্রামের আকতার হোসেনের পুত্র।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা.শফিক আমিন কাজাল জানান, বৃহস্পতিবার বেলা ১২টায় দিকে শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ১০টায় মারা যায়। করোনা উপসর্গ থাকায় আগেই নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি আরো জানান, লাশ জীবানু মুক্ত করে দাফনের জন্য কাহালুতে পাঠানো হবে। এনিয়ে আইসোলেশন ইউনিটে করোনা উপসর্গ নিয়ে মোট ১৪জন মারা গেলেন।

error

Share this news to your community