বগুড়ায় এ পর্যন্ত ২০জন হোম কোয়ারেন্টাইনে

বগুড়া নিউজ লাইভ ডটকমঃ বগুড়ায় নতুন করে বিদেশ ফেরত আরও ১১জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে গত ১১ মার্চ থেকে এ পর্যন্ত জেলায় মোট ২০ জনকে কোয়ারেন্টাইনে নেওয়া হলো। জেলা স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা জানান, সবচেয়ে বেশি ৮জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে নন্দীগ্রাম উপজেলায়। নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন ম-ল জানান, শনিবার ওই উপজেলার বিভিন্ন গ্রামে নতুন করে ৬জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। এর আগে গত ১২ মার্চ সৌদি আরব থেকে ওমরা হজ¦ করে আসা এক দম্পতিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সামির হোসেন মিশু জানান, বগুড়া সদর ও সোনাতলা উপজেলায় ৫জন করে ১০জন এবং ধুনট ও সারিয়াকান্দিতে একজন করে ২জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ডা. সামির হোসেন মিশু বলেন, গত ১১ মার্চ থেকে আজ (১৪ মার্চ) পর্যন্ত জেলায় মোট ২০জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর আগে ১৩ মার্চ পর্যন্ত জেলায় মোট ৯জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

error

Share this news to your community