বগুড়ায় একদিনে দেড়শতাধিক করোনা সনাক্ত॥এপর্যন্ত মত্যু ২৪॥রেডজোন ঘোষিত এলাকায় বিধি নিষেধ মানা হচ্ছে না

স্টাফ রিপোর্টার, বগুড়া নিউজলাইভ ডটকমঃ বগুড়ায় করোনা সংক্রমনের সংখ্যা প্রতিদিনই নতুন রেকর্ড করছে। আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা দুটোই বাড়ছে সমানতালে। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৩ জন এবং উপসর্গ নিয়ে আরো ২ জন মারা গেছে। এছাড়া সোমবারে এক দিনেই আক্রান্ত হয়েছে দেড় শতাধিক। এটি বগুড়ায় করোনা ভাইরাস সনাক্ত হওয়ার পর এক দিনে সর্বচ্চো সংখ্যক আক্রান্ত। জেলা স্বাস্থ্য বিভাগের হিসাব অনুয়ায়ি মঙ্গলবার দুপুর পর্যন্ত মুত্যুর সংখ্যা ২১ জন। তবে এর বাইরে আরো ৩ জন রয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তারা হাসপাতালে মারা যান। সংশ্লিস্ট হাসপাতাল এই ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করায় করোনা ভাইরাসে জেলায় এপর্যন্ত মোট মৃত্যুর সংখা দাড়িয়েছে ২৪ জনে। এদিকে করোনার সংক্রমন উদ্বেগজনক ভাবে বেড়ে চললেও বগুড়ার রেডজোন হিসাবে ঘোষিত এলাকা গুলোতে কড়াকড়ি দেখা যায়নি। যানবাহন সহ অনেক এলাকায় লোকজনের চলাচল সহ কিছু ব্যবসা প্রতিস্ঠান খোলা দেখা গেছে। ফলে শিথিল রেডজোনের বিষয়ে নানা প্রশ্ন দেখা দিযেছে। মানা হচ্ছে না রেড জোনের বিধি নিষেধ। অপর দিকে সংক্রমন বেড়ে যাওয়ায় হাসপাতালের শয্যা সংখ্যা পরিপুর্ন হওয়ার মুখে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আগামী কয়েক দিনেই সরকারী আইসোলেশন সেন্টারেরর শয্য পুর্ন হয়ে যাবে।


জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে. সোমবার এক দিনে বগুড়ায় ১৫২ জন করোনা রোগী সনাক্ত হয়। এর আগে বগুড়ায় একদিনে সর্বচ্চো আক্রান্তের সংখ্যা ছিলো ১২৮। সোমবার পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ছিলো ১৫৫৪। এর মধ্যে বগুড়ার শহর এলাকাতেই আক্রান্তের সংখ্যা ১০৩১ জন। আর একই সময় পর্যন্ত শহর এলাকাতে মারা গেছে ১৪ জন(মঙ্গলবারে মারা যাওয়া ১ জন স্বাস্থ্য বিভাগের সংখ্যায় বিকাল পর্যন্ত অন্তভুক্ত হয়নি)। এদিকে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে মারা গেছেন ২ জন। এদের মধ্যে সোমবার রাতে মারা যান আদমদিঘী উপজেলার পল্লী চিকিৎসক আবু বক্কর সিদ্দিকী। মঙ্গলবার সকালে মারা যান শহরের রাজাবাজার এলাকার জুলফিকার আলী। করেনাার আইসোলেশন সেন্টার বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালের তত্বাবধায়ক এটিএম নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া বেসরকারী টিএমএসএস হাসপাপাতালে মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন জাকির হোসেন নামে এক ব্যক্তি মারা যান। একই হাসপাতালে সোমবার সন্ধ্যায় করোনার উপসর্গ নিয়ে ধুনটের চিত্ররঞ্জন নামে এক বৃদ্ধ মারা যান। হাসপাতাল থেকে এতথ্য নিশ্চিত করা হয়েছে। করোনার উপসর্গ নিয়ে আমদিঘীর চাঁপাপুর গ্রামে সোমবার রাতে মারা যান রাজিব কুন্ড নামে এক ব্যাংক কর্মকর্তা। এদিকে জেলায় করোনাার সংক্রমন বেড়ে যাওয়ায় সিভিল সার্জন বগুড়া সদরের ৯এলাকাকে রোডজোন ঘোষণা করলে জেলা প্রশাসন রবিবার গনবিজ্ঞপ্তি দিয়ে রেডজোন এলাকার বিধিনিষেধ মেনে চলার আহবান জানায়। তবে রেডজোন ঘোষিত বেশির ভাগ এলাকাতেই জনচলাচল স্বাভাবিক লক্ষ্য করা গেছে। যানবাহন চলাচলেও তেমন নিয়ন্ত্রন ছিলো না। কয়েকটি সড়ক মুখে বাঁশ দিয়ে বেরিকেড থাকলেও ছিলো শিথিলতা। এবিষয়ে জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ জানান, তিনিও বিষয়টি জেনেছেন। সংক্রমন রোধে রেডজোন এলাকায় বিধি নিষেধ কঠোর ভাবে পালনের ব্যবস্থা গ্রহনের জন্য বলা হয়েছে বলে জানান। তিনি আরো জানান, জেলায় করোনা সংক্রমন রোধে রেডজোনের সংখ্যা বাড়ানো হচ্ছে। এদিকে বগুড়ার করোনা চিকিৎসা কেন্দ্র বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালের তত্বাবধায়ক জানিয়েছেন, আর দু’ এক দিনের মধ্যে সেখানকার ধারণ ক্ষমতা পরিপুর্ন হয়ে যাবে। ১২০ শয্যার হাসপাতারটিতে মঙ্গলবার ৮ জন রোগী ছুটি দিয়েও কোরানা আক্রান্ত রোগী রয়েছে ৯৩ জন। বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা চিকিৎসায় ৪০ বেডের একটি ইউনিট চালুর সিদ্ধান্ত থাকলেও তা এখানো চালু হয়নি। তবে মেডিক্যাল কলেজ হাসাপাতালের সহকারী পরিচালক, ডা. ওয়াদুদ জানান, এটি চালু হতে আরো কয়েক দিন সময় লাগবে। তবে জেলা স্বাস্থ্য বিভাগেরর একাধিক কর্মকর্তা জাানান, বগুড়ার করোনা পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে। এদিকে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান করোনায় সোমবার পর্যন্ত জেলায় ২১ জনের মৃত্যুর কথা উল্লেখ করে জানিয়েছেন সোমবার রাতে ও মঙ্গলবার মারা যাওয়া ৩ জনের বিষয়ে হাসপাতাল থেকে তথ্য তাদের নিকট পৌছেনি।

error

Share this news to your community