বগুড়ায় আয়কর মেলার উদ্বোধন, করদাতাদের মাঝে সন্মাননা সনদপত্র প্রদান

বগুড়া প্রতিনিধিঃ

‘‘ সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্বর’’ এবং আমরা স্বাবলম্বী হবো, সকলে
কর দিবো’’ এই শ্লোগান নিয়ে বগুড়ায় কর অঞ্চল-বগুড়ার উদ্যোগে বগুড়া বিয়াম
ফাউন্ডেশন হল রুমে জেলা ভিত্তিক সেরা করদাতাদের মাঝে সন্মাননা, সনদপত্র প্রদান ও
আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।
আজ বেলা ১১টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বগুড়া-১
(সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান।
বিশেষ অতিথি ছিলেন, বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ
মাসুদুররহমান মিলন, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক লালু, বগুড়া
ট্যাক্সেস ল’ইয়ার্স এসোসিয়েশন এর সভাপতি মোঃ আব্দুল হামিদ, সহকারী
পুলিশ সুপার সনাতন চক্রবর্তী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কর অঞ্চল বগুড়ার কর
কমিশনার আবু সাঈদ মোঃ মুস্তাক।
অনুষ্ঠানে বগুড়ার অধিনে চারটি জেলার (বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট ও গাইবান্ধা)
প্রতিটি জেলার ৩জন সর্বোচ্চ আয়কর প্রদানকারী করদাতা, ২জন দীর্ঘ মেয়াদী
করা প্রদানকারী করদাতা, একজন সর্বোচ্চ আয়কর প্রদানকারী (মহিলা) করদাতা ও
একজন তরুন সর্বোচ্চ আয়কর প্রদানকারী সহ মোট ৭জন করে সর্বমোট ২৮জন
করদাতাকে সন ¥াননা ও সনদ পত্র প্রদান করা হয়।
বগুড়ায় সর্বোচ্চ আয় করদাতারা হলেন মাছুদুর রহমান মিলন, লিয়াকত আলী, অশোক
রায়, দীর্ঘ মেয়াদী কর প্রদানকারী হলেন মোছাঃ মরিয়ম বেগম, আবুল মনসুর খাঁন,
সর্বোচ্চ করদাতা (মহিলা) মোছাঃঃ জিনিয়া পারভীন, তরুণ সর্বোচ্চ করদাতা
মোঃ আনোয়ার হোসেন।
সিরাজগঞ্জ জেলার সর্বোচ্চ করদাতা হলেন-মোঃ সালাউদ্দিন রনি, জান্নাত আরা
হেনরী, শ্রী দীপক কুমার ঘোষ, দীর্ঘ মেয়াদী করদাতারা হলেন-দুলাল কুমার সাহা,
তপন কুমার সাহা, মহিলা সর্বোচ্চ করদাতা হলেন সাথী ঘোষ, তরুণ সর্বোচ্চ
করদাতা হলেন মোস্তফা কামাল।
গাইবান্ধা জেলার সর্বোচ্চ করদাতারা হলেন মোঃ আব্দুল লতিফ হক্কানী, মোঃ সাইদুর
রহমান, মোঃ শাহ আহসান হাবিব, মহিলা সর্বোচ্চ করদাতা মোছাঃ দিল আফরুজ
বানু (সুইটি), দীর্ঘ মেয়াদী করদাতা প্রবীর কুমার সাহা, খন্দকার মোস্তাক
আহমেদ, তরুণ সর্বোচ্চ করদাতা শরীফ মোঃ সুমন।
জয়পুরহাট জেলার সর্বোচ্চ করদাতারা হলেন স্বজন কুমার জাজোদিয়া, মোঃ
জাহিদ ইকবাল, মোঃ নূরুল আমিন, মহিলা সর্বোচ্চ করদাতা জান্নাতুল
ফেরদৌসী রনি, দীর্ঘ মেয়াদী করদাতা মোঃ বজলুর রশিদ মন্টু, এফ এম ্ধসঢ়;ইকবাল
হোসেন, তরুণ সর্বোচ্চ করদাতা মাহমুদুল হাসান মেহেদী।
বগুড়ার কর কমিশনার আবু সাঈদ মোঃ মুস্তাক জানান, বিগত অর্থ বছর বগুড়া কর
অঞ্চলের রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ৩শ’ ৯৪ কোটি ১৪ লাখ টাকা। আদায় হয়েছে ৪শ’ ৩
কোটি ৭৯ লাখ টাকা। চলতি অর্থ বছর রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪শ’ ৪৫ কোটি
৭৯ লাখ টাকা। রাজস্ব লক্ষ্যমাত্রা আদায়ের জন্য বিভিন্ন পদক্ষেপের মধ্যে জরিপ
কার্যক্রমের মাধ্যমে ৪০ হাজার নতুন করদাতা সনাক্ত করণ প্রক্রিয়া চলমান রয়েছে।
পরে কেক কেটে চারদিন ব্যাপী আয়কর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উল্লেখ্য আয়কর মেলা কাল ১৪ নভেম্বর হতে ১৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
error

Share this news to your community