বগুড়ার শেরপুরে জায়গা দখল করে বাড়ী নির্মাণের অভিযোগ

বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে বিশালপুর ইউনিয়নে সিংড়াপাড়া গ্রামে অন্যের বাড়ীর জায়গা দখল করে বাড়ী নির্মাণ করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এঘটনায় শুক্রবার শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
জানা যায়, উপজেলার বিশালপুর ইউনিয়নের সিংড়াপাড়া গ্রামের মৃত আদম আলীর পুত্র ইসহাক আলী (৫০) দীর্ঘদিন যাবত পরিবার পরিজন নিয়ে ওই গ্রামে বসবাস করে আসছে। নিজের জায়গায় বসবাস করাবস্থায় তার বাড়ীর জায়গার সীমানার দক্ষিণ পাশের্^ বিশাল অংশ জুড়ে প্রতিপক্ষ মৃত চান মিয়া মন্ডলের ছেলে আতাব্বর আলী (৫০) ও তার দুই পুত্র মোজাম্মল হক এবং আসাদুল হক গত ১৮ অক্টোবর সকালে প্রভাব খাটিয়ে জোর পূর্বক ভুক্তভুগী ইসাহাক আলীর জায়গা দখল করে বাড়ী নির্মাণ শুরু করে। এঘটনা ইসাহাক আলীর পরিবারের লোকজন দেখে বাধা দিতে গেলে মোজাম্মেল, আসাদুলসহ তাদের ভাড়াটিয়া লোকজন মারমূখী হয়ে উঠলে জীবন বাঁচানের তাগিদে ওখান থেকে ইসাহাক আলীর লোকজন সরে যায়।
এ ঘটনায় ইসাহাক আলী বাদি হয়ে শুক্রবার বিকালে তিন জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
এব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

error

Share this news to your community