বগুড়ার দুপচাঁচিয়ায় হানাদার মুক্ত দিবস পালিত

ষ্টাফ রিপোর্টারঃ ১৩ডিসেম্বর দুপচাঁচিয়া হানাদারমুক্ত দিবস। সকাল থেকে দিনভর নানা কর্মসূচীর মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়েছে। দুপচাঁচিয়া মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও উপজেলা মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটির আয়োজনে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে সকালে দুপচাঁচিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনার প্রাঙ্গনে দিবসটির উদ্বোধন করেন বগুড়া মুজিব বাহিনী (বিএলএফ) এর ডেপুটি ইনচার্জ বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম গেরিলা।

উদ্বোধনের পর মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উপদেষ্টা সাংবাদিক এম, সরওয়ার খানের সঞ্চালনায় এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নুরুল ইসলাম তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে দুপচাঁচিয়া পৌর মেয়র আওয়ামীলীগ নেতা বেলাল হোসেন, দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বগুড়া জেলা কমিটির সাবেক আহবায়ক ও উপজেলা অওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক রানা, উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিকদলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, স্কাউটস্ দল, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র‌্যালি শেষে এক আলোচনা সভা মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুজ্জাত আলীর সভাপতিত্বে ও সাবেক ব্যাংকার আজিজুল হকের পরিচালনায় সভায় দুপচাঁচিয়া পৌর মেয়র আওয়ামীলীগ নেতা বেলাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক রানা, এসআই আব্দুস সালাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুবার রহমান তালুকদার মুকুল, মুক্তিযোদ্ধা সামছুদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, বক্তব্য রাখেন। সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম গেরিলা।

error

Share this news to your community