আদমদীঘিতে বিদ্যালয় এমপিওভুক্ত হওয়ায় আনন্দ র‌্যালী

আদমদীঘি প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে সান্দিড়া ‘শহীদ সিরাজ খান মেমোরিয়াল একাডেমী’ উচ্চ বিদ্যালয় দীর্ঘ ১৮ বছর পর গত বুধবার (২৩ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে এই সুনামধন্য উচ্চ বিদ্যালয়কেও এমপিওভুক্ত করার ঘোষণা দেন।

এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান রাজু‘র নেতৃত্বে অত্র বিদ্যালয়ে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ড. দিপু মনিকে অভিনন্দন জানিয়ে এক আনন্দ র‌্যালী বের করা হয়।

র‌্যালিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, আদমদীঘি উপজেলা শ্রমিকলীগের আহবায়ক রাশেদুল ইসলাম রাজা, শ্রমিক নেতা মকবুল হোসেন জোয়ারদার, আব্দুল হাকিম, সাজ্জাদ হোসেন আঙ্গুর, সেকেন্দার আলীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করেন। র‌্যালিটি সান্দিড়া গ্রামের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে বিদ্যালয়ে এসে শেষ হয়।

error

Share this news to your community