প্রকৃতিতে শীতের আগমনী বার্তা

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে। ফলে কমছে রাতের তাপমাত্রা। সঙ্গে নিয়ে এসেছে শীতের আগমনী বার্তাও।

রাজধানীর বিভিন্নস্থানে বাতাসে এখন থেকেই হিম হিম অনুভূতি হচ্ছে। গ্রামে পড়ছে শিশির। কুয়াশার দেখাও মিলছে কোথাও কোথাও। তবে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বর্ষা আনুষ্ঠানিক বিদায় নিলেও বৃষ্টিপাত থাকবে আরো কিছু দিন।

আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে। যার বর্ধিতাংশ বিস্তৃত আছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। ফলে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কমবে।

বুধবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে মাইজদীকোর্টে, ৫৫ মিলিমিটার। আর ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫ মিলিমিটার।

আগামী পাঁচ দিনে বৃষ্টিপাত আরো কমে যাবে। সেই সঙ্গে কমবে তাপমাত্রাও।

error

Share this news to your community