নন্দীগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বগুড়া নিউজলাইভ ডটকম, নন্দীগ্রাম প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে খরিপ-১ মৌসুমে আউশ ধান চাষে প্রণোদনার লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। ২০ এপ্রিল বেলা ২টায় উপজেলা পরিষদ চত্বরে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আদনান বাবু, সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলহাজ্ব নজরুল ইসলাম ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা প্রমুখ। খরিপ-১ মৌসুমে আউশ ধান চাষে প্রণোদনার লক্ষ্যে ১৬ লাখ ৩৭ হাজার ৭ শ’ টাকা ব্যয়ে এ উপজেলার ২ হাজার ৩ শ’ কৃষককে বিনামূল্যে ৫ কেজি ধান বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার প্রদান করা হবে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আদনান বাবু জানান আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার দিচ্ছে। এতে কৃষরা অনেকটা লাভবান হবে।

error

Share this news to your community