নওগাঁয় বিএসএফের গুলিতে বাংলাদেশী তিন জন নিহত

সাইফুল ওয়াদুদ নওগাঁঃ নওগাঁ পোরশা সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে তিন জন বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলা দুয়ারপাল সীমান্ত এলাকার ২৩১/১০(এস) মেইন পিলারের নীলমারী বিল এলাকায় ভারতের মালদা জেলার ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ জোয়ানরা ঘটনাটি ঘটিয়েছেন বলে জানা গেছে।নিহতরা হলেন, জেলার পোরশা উপজেলার বিষ্ণপুর বিজলীপাড়ার গ্রামের শুকরার ছেলে সন্দিপ (২৫), কাঁটাপুকুরের গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে কামাল হোসেন (৩২) এবং চকবিষ্ণপুর দিঘিপাড়ার মৃত খোদাবক্সের ছেলে মফিজুল ইসলাম (৩৭)। সন্দিপ মফিজুল ইসলাম কামাল হোসেন এলাকাবাসী ও বিজিবি সূত্র জানা গেছে, বুধবার রাতে বাংলাদেশের বেশ কিছু গরু ব্যবসায়ী সীমান্ত পার হয়ে অবৈধ ভাবে গরু আনতে ভারতে যান। গরু নিয়ে ভোর রাতে সীমান্তের ২৩১/১০(এস) মেইন পিলার এলাকা দিয়ে আসার পথ ক্যাদারীপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ জোয়ানরা তাদেরকে পিছন দিক থেকে গুলি করে। এ সময় অন্যরা পালিয়ে আসতে পারলেও ভারতের ভিতরে সন্দিপ ও কামাল মারা যান। তবে গুলিবিদ্ধ গুরুতর আহত অবস্থায় মফিজুল বাংলাদেশে অভ্যন্তরে নীলমারী বিল এলাকায় এসে মারা যান। বিজিবি-১৬ হাঁপানিয়া ক্যাম্পের কমান্ডার নায়েব সুবদার মোখলেছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিনজন গুলিবিদ্ধ হলেও এদের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় সীমান্ত পার হয়ে বাংলাদেশের মধ্যে মারা গেছেন। অন্যরা ভারতের মধ্যে মারা গেছেন। বিজিবি-১৬ (নওগাঁ) ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্ণেল আরিফুল ইসলাম জানান, অপর দু’জন ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে জানা গেছে। পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি

error

Share this news to your community