নওগাঁয় প্রাক্তন ছাত্রী ফোরাম বকুল বালিকা দলের ঈদ উপহার

বগুড়া নিউজলাইভ ডটকম, নওগাঁ প্রতিনিধিঃ “সকলের তরে সকলে আমরা, প্রত‍্যেকে মোরা পরের তরে” এই প্রতিপাদ‍্য বিষয়টি কে সামনে নিয়ে ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁয় প্রাক্তন ছাত্রী ফোরাম বকুল বালিকা দলের ঈদ উপলক্ষে ২০০ পরিবারের মাঝে খাবার ও নগদ অর্থ উপহার প্রদান করেছে। বকুল বালিকা দলের সকল সদস্য ঈদে নিজেরা নতুন জামা-কাপড় কেনাকাটা না করে বর্তমান লক-ডাউন সময়ে যারা কর্মহীন এরুপ পরিবারের মাঝে দেয়ার সিদ্ধান্ত হয়।এজন‍্য গত বৃহস্পতিবার নওগাঁ প‍্যরীমোহন স‍্যানাল গ্রন্থাগার চত্তরে গরীব, দুঃস্থ ও অসহায় ২০০ টি পরিবারের মাঝে ১৫ দিনের খাবার ও এই ঈদের খাদ‍্য কেনাকাটার জন‍্য নগদ ৫০০ শত টাকা অর্থ উপহার হিসেবে প্রদান করা হয়। বতর্মানে প্রবাসে অবস্থানরত সংগঠনের সাধারণ সম্পাদিকা ও অন‍্যতম নাফিসা নূর সাথীর নির্দেশনায় দুঃখী মানুষের মুখে হাসি ফুঠানোর প্রাণান্তর চেষ্টায় যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে তাদের মধ্যে ঝিনুক, লিজা, অপূর্ব। এ সময় নওগাঁ সেন্ট্রাল গার্লস স্কুলের সাবেক শিক্ষিকা বেলী আপা, নওগাঁ জেলা পরিষদ পার্কের শিশু গ্রন্থাগারের গ্রন্থাগারিক সুষমা পারভীন সাথি উপস্থিত ছিলেন। নওগাঁর সকলস্তরের মানুষের জন‍্য তথা মানবকল‍্যাণে বকুল-বালিকা দল অনেক অনেক ভালোবাসা ও ঈদ শুভেচ্ছা জানিয়েছে।

error

Share this news to your community