নওগাঁর ২৩ ইউপিতে ভোট কাল

নওগাঁ প্রতিনিধি, বগুড়া নিউজলাইভ ডটকমঃ পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নওগাঁর সাপাহার, পোরশা ও পতœীতলা উপজেলার ২৩টি ইউপিতে ভোট কাল বুধবার । ইতিমধ্যে নির্বাচনের সার্বিক প্রস্তুতি গ্রহণ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। চার থেকে ছয় স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এই তিন উপজেলার ২৩ টি ইউনিয়নের ২২০ টি কেন্দ্রের ১ হাজার ২০৩ টি কক্ষে মোট ৪ লাখ ৩ হাজার ৮৩৮ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্েয পতœীতলা উপজেলার ১০০টি কেন্দ্রের ৫১৮ কক্ষে ১ লাখ ৭৪ হাজার ১৬৯ জন ভোটার, পোরশায় ৫৮ টি কেন্দ্রের ৩১১ কক্ষে ১ লাখ ২ হাজার ৪৩৫ জন ভোটার এবং সাপাহারে ৬২ টি কেন্দ্রের ৩৭৪ কক্ষে ১ লাখ ২৭ হাজার ২৩৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহন চলবে বিকেল ৪টা পর্যন্ত। যানা গেছে, পতœীতলা উপজেলার ১১ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩৯ জন ও সাধারণ সদস্য পদে ৩৮৭ জন, পোরশায় ৬ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৩ জন ও সাধারন সদস্য পদে ২১৪ জন এবং সাপাহারের ৬ টি ইউপিতে চেয়ারম্যান পদে ২৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৫ জন ও সাধারণ সদস্য পদে ১৮৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, ইতিমধ্যে এসব কেন্দ্রে প্রয়োজনীয় ব্যালট পেপার ও ভোট বাক্সসহ প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হয়েছে। তিনি জানান, এই নির্বাচনে পতœীতলা উপজেলার নজিপুর, সাপাহারের সাপাহার এবং পোরশার নিতপুর ইউপিতে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে। বাকি ২০ টি ইউপিতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহন হবে। নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ সদস্যদের পাশাপশি থাকবে আনসার ভিডিপি সদস্যরা। এছাড়াও সাদা পোষাকে পুলিশ এবং বিজিবি সদস্যরা সার্বক্ষনিক টহলরত থাকবেন।

error

Share this news to your community