ধুনটে বিদ্যুৎ স্পর্শে কলেজ ছাত্রের মৃত্যু

বগুড়া নিউজলাইভ ডটকম ধুনট প্রতিনিধিঃ অবশেষে বিদ্যুৎ স্পর্শে আহত কলেজ ছাত্র শিপন রানা মারা গেলেন। সোমবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শিপন ২৭ ফেব্রুয়ারি গাছে উঠে মরা ও বিচ্ছিন্ন ডাল পরিস্কার করার সময় বিদ্যুৎ স্পর্শে গুরুতর আহত হয়েছিল।
স্থানীয় মুদি দোকানদার রাকিবুল ইসলাম জানান, ২৭ ফেব্রুয়ারি শিপন রানা কলেজ থেকে ফিরে তার বাড়ীর পাশে গাছের উপর দিয়ে বৈদ্যুতিক লাইনের তার টানা ছিল সে গাছে উঠে মরা ও বিচ্ছিন্ন ডাল পরিষ্কার করছিলেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে গুরতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। পরে প্রতিবেশিদের সহযোগিতায় স্বজনরা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ৫দিন পর চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়। শিপন রানা উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের রামকৃষ্ণপুর দোয়াতপাড়া গ্রামের হাবিবর রহমানের ছেলে ও কাজিপুর উপজেলা আমিনা মুনসুর ডিগ্রী কলেজের এইচএসএসি পরিক্ষার্থী। বগুড়া মেডিকেল ফাঁড়ির ইনচার্জ আজিজ মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

error

Share this news to your community