দেশের করোনায় আরো ৭জনের মৃত্যু॥ আক্রান্ত ২০৯ জন

বগুড়া নিউজলাইভ ডটকম, ঢাকাঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৪৬ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে আরো ২০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সারাদেশে মোট ১০১২ জন করোনা রোগী শনাক্ত হলো।
মঙ্গলবার দুপুর আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ড. নাসিমা সুলতানা।
নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড. নাসিমা সুলতানা- সংগৃহীত তিনি জানান, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৮০৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পূর্বের কিছু নমুনাসহ পরীক্ষা করা হয়েছে এক হাজার ৯০৫টি। এ নিয়ে মোট ১৩ হাজার ১২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় কেউ নতুন করে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাননি। তাই মোট সুস্থ ৪২ জনই আছেন। এদিকে, সরকারি-বেসরকারি সূত্রের বরাতে বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ তথ্য প্রকাশ করে ওয়ার্ল্ডোমিটার ডটকম। তাদের হিসাবে বিশ্বে মোট আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ২৯ হাজার ৬৩৩ জন। প্রাণহানি সংখ্যা এক লাখ ১৯ হাজার ৭৮৫।
আক্রান্ত হয়ে সেরে উঠেছেন চার লাখ ৫৩ হাজার ১৮ জন। এখনো ১৩ লাখ ৫৬ হাজার ৮৩০ জন রোগী সংক্রমিত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

error

Share this news to your community