দুপচাঁচিয়ায় সামাজিক নিরাপত্তা ও সেবাসমূহ অবহিতকরণ সেমিনার

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ ‘সোনার বাংলায় মুজিববর্ষে, সমাজসেবা এগিয়ে চলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর সফল বাস্তবায়ন ও সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদেয় সেবাসমূহ অবহিতকরণ বিষয়ক এক সেমিনার গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সালেহ মো. নূহ এর পরিচালনায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক প্রামানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সাঈদ মো. কাওছার রহমান, সহকারী পরিচালক সানাউল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাছরিন রূপা, ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা সাজেদুল আলম প্রমুখ। সেমিনারে মুক্তিযোদ্ধা, সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, এনজিও, প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক, প্রতিবন্ধী, নারী উদ্যোক্তা সহ ৫০জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

error

Share this news to your community