দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন লাইনচ্যুত হয়ে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রেল
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঢাকাগামী রংপুর এক্সপ্রেস বৃহস্পতিবার
বেলা আড়াইটার দিকে দুর্ঘটনায় পড়ে বলে পশ্চিম রেলের চিফ অপারেটিং
সুপারিনটেনডেন্ট শহিদুল ইসলাম জানিয়েছেন। তিনি বলেন, উল্লাপাড়া ষ্টেশন
এলাকায় পাওয়ার কার ও ইঞ্জিনে আগুন ধরে গিয়ে ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। এতে
সারা দেশের সঙ্গে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
ট্রেনটি উদ্ধার করে রেল যোগাযোগ সচল করতে মধ্যরাত পেরিয়ে যেতে পারে।
পাকশী রেলওয়ের ডিভিশনাল ট্রাফিক অফিসার (ডিটিও) আব্দুল আল মামুন জানান,
দূর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারে সন্ধ্যা ৬টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী
ট্রেন ঘটনাস্থলে পৌছে। ট্রেনের ইঞ্জিন ও ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। আগুণ
লেগেছে ইঞ্জিন ও পাওয়ার কারে।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাদির হোসেন বলেন, ট্রেনটি
উল্লাপাড়া স্টেশন পার হলে প্রথমে ইঞ্জিন লাইনচ্যুত হয়, পরে আরো ৬টি বগি
লাইনচ্যুত হয়। এসময় ইঞ্জিনের সঙ্গে পেছনে বগির ধাক্কা লাগলে আগুন ধরে যায়।
ফায়ার সার্ভিসকর্মীরা অভিযান চালাচ্ছে। তদন্ত ছাড়া দূর্ঘটনার কারন জানা
যাবে না বলে তিনি জানিয়েছেন। এ ঘটনায় আহতদের মধ্যে ৭জনকে উল্লাপাড়া
উপজেলার কাওয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে।
তদন্তে ৪টি কমিটি গঠন
ট্রেন লাইনচ্যুত ও আগুণ লাগার ঘটনায় ৪টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ঘটনার পরই রেল মন্ত্রনালয়, রাজশাহী বিভাগীয় অফিস, পাকশী প্রধান কার্যালয় ও
জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সকল কমিটি গঠন করা হয়।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মাদ জানান, ট্রেন দূর্ঘটনার কারন
জানতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন
করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফিরোজ মাহমুদকে প্রধান কমিটি
গঠনের কথা জানালেও অন্য সদস্যদের নাম ও সময়সীমা বলেননি তিনি। তবে তিনি
বলেছেন ঘটনা পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্বান্ত নেয়া হবে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের ডিভিশনাল ম্যানেজার (পাকশী) মিজানুর রহমান জানান, পাকশী
প্রধান কার্যালয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আব্দুল আল মামুনকে প্রধান
করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনিও তাৎক্ষনিক
অন্য সদস্যদের নাম ও সময়সীমা জানাতে পারেননি।
এদিকে, পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট শহিদুল ইসলামকে
প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করে ৭ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন
দিতে বলেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এছাড়াও রেল মন্ত্রনালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠনের কথা স্থানীয়ভাবে
জানা গেলেও বিস্তারিত জানা যায়নি।
ছবিসহ
ইসরাইল হোসেন
error

Share this news to your community