টিফিনের বাঁচানো টাকায় ত্রাণ দিলো শিক্ষার্থীরা

বগুড়া নিউজলাইভ ডটকম, আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরে ২০২০ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা টিফিনের বাঁচানো টাকা থেকে ১৫০জন গরীব, অসহায় ও দুস্থ মানুষের বাড়িতে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে। গত কয়েকদিন ধরে তারা সান্তাহার পৌর এলাকার হাটখোলা, ইয়ার্ড কলোনী, বশিপুর, চাবাগানসহ বেশ কয়েকটি পাড়া-মহল্লার কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের খুঁজে বের করে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
২০২০ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী রাদিত রহমান ইরাম জানায়, করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়াতে সকল বন্ধুদের ম্যাসেজ দেই। এরপর বন্ধু নিলাভ, তাসিন, মিহাদ, রিদুয়ান, শিবলি, রাহিম, অনিক, স্বপ্নিল, নাহিনসহ বেশ কয়েক জন সাড়া দেয়। আলোচনা সাপেক্ষে অনেকের জমিয়ে রাখা টিফিনের বাঁচানো টাকা দিতে চায় ত্রাণ সামগ্রী কেনার জন্য। আবার কেউ বাবা-মায়ের কাছে থেকে নিয়ে ত্রাণ দিতে যোগ দেয়। সম্মেলিত হয়ে ‘উই আর-২০’ নামের ব্যানারে আমরা ত্রাণ সামগ্রী পৌঁছে দেই অসহায় মানুষের বাড়িতে। প্রতিজনকে ত্রাণ সামগ্রীর চাল ৪কেজি, ডাল ১কেজি, তেল আধা লিটার, আলু ২কেজি, পেয়াজ ১কেজি ও ১টি সাবান দেয়া হয়েছে।

error

Share this news to your community