টিএমএসএস’র নির্বাহী পরিচালকের ভূমিদসু্যঃ বাহিনী দিয়ে বৃদ্ধের বাড়ি ও জমি দখল করার চেস্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার, বগুড়া নিউজলাইভ ডটকমঃ ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগমের ভূমি দস্যু বাহিনী দিয়ে জালাল উদ্দিন নামের এক বৃদ্ধের বাড়িঘরসহ জায়গা জমি দখল করে নেয়ার চেষ্টা করার অভিযোগ করা হয়েছে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করা হলে হোসনে আরা বেগম আরো ক্ষিপ্ত হয়ে তার বাহিনী দিয়ে ওই জমির মালিককে প্রাননাশের হুমকি দিয়ে আসছে এবং পরিবারের লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে ওই জমির মালিক বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে জানমাল ও তার বাড়িসহ জমি রক্ষার দাবি জানিয়েছেন।
সাংবাদিক সম্মেলনে জামাল উদ্দিন লিখিত বক্তব্যে বলেন, ঠেঙ্গামারা মৌজার অর্ন্তগত আর এস ৩৪১ নং খতিয়ান ভূক্ত ৭৬৮ নং দাগের ১৮ শতক জমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হওয়ায় তার নামে যথারীতি আর এল ৩১ নং খতিয়ান প্রস্তুত হয়েছে। ওই সম্পত্তি টিএমএসএস’র নিকট হওয়ায় ড. হোসনে আরা বেগমের লোলুপ দৃষ্টি পড়ে। তার লোকজন দ্বারা জালাল উদ্দিনের স্বত্ব দখলীয় জমি দখলের চেষ্টা করে। পরবর্তীতে ওই জমিতে বাড়িঘর নির্মাণ শুরু করলে হোসনে আরার ভূমি দস্যু বাহিনী নির্মানাধীন বাড়ি ভাংচুর করে ইট, বালু, সিমেন্টসহ নির্মাণ সামগ্রী লুট করে নিয়ে যায়। এতে তার ৩ লক্ষাধিক টাকার ক্ষতি করা হয়েছে বলে অভিযোগ করা হয়। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করলে আমাকে খুন জখমের হুমকি দেওয়া হয়। একারণে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের সাহস পাইনি। বর্তমানে যখন ওই জায়গায় টিনের চালা দিয়ে ঘর তুলে বসবাস করছি। ঠিক তখনই ওই ভূমি দস্যুরা আমাকে উচ্ছেদ করার জন্য নানা প্রক্রিয়া শুরু করেছে। এ ব্যাপারে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। কিন্তু হুমকি দেওয়া হচ্ছে যে কোন উপায়ে হোক না মামলা রায় যেন তার পক্ষেই যায় সে বিষয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে। বৃদ্ধ জামাল উদ্দিন তাঁর জানমানের রক্ষার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। সেই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

error

Share this news to your community