জয়পুরহাটে শান্তিপূর্ণ ইউপি নির্বাচনের দাবিতে জাতীয়পার্টির সংবাদ সম্মেলন

জয়পুরহাট জেলা প্রতিনিধি, বগুড়া নিউজলাইভ ডটকমঃ জয়পুরহাট সদর উপজেলার ৯টি ইউনিয়নে চতুর্থ ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ ডিসেম্বর। যার মধ্যে পুরানাপৈল ইউনিয়নকে অধিক ঝুঁকিপূর্ণ দাবি করে সংবাদ সম্মেলন করেছে জাতীয় পার্টির জেলা নেতৃবৃন্দ।
২৩ ডিমেম্বর বৃহস্পতিবার বেলা ১২টায় দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত স্ববক্তব্য পাঠ করেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তিতাস মোস্তফা ও জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম। সংবাদ সম্মেলনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে টেবিলে সীল না মারা, ভোট শুরুর পূর্বেই স্বচ্ছ ভোট বাক্স এজেন্টদের প্রদর্শন, ভোট কেন্দ্রে ফলাফল ঘোষণা ও এজেন্টদের পূর্ণ নিরাপত্তা সহ প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার দাবি জানানো হয়। সম্মেলনে পুরানাপৈল ইউপি নির্বাচনে জাতীয় পাটি মনোনীত প্রার্থী চেয়ারম্যান নজরুল ইসলাম গণসংযোগকালে প্রতিপক্ষ নৌকার চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি হেলাল উদ্দীন, সহ-সভাপতি শফিকুল ইসলাম রিপন, সহ সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম রানা, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

error

Share this news to your community