গাবতলীর দুর্গাহাটায় একই জমি দুই মালিকের দখল দাবি করায় উত্তেজনা

বগুড়া নিউজলাইভ ডটকম, গাবতলী প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে একই জমি দুই মালিকের দখল দাবি করায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। জানাগেছে গাবতলী উপজেলার দুর্গাহাটা মৌজার যাহার জেএল নং ৯১,সি এস খতিয়ান নং ৬৫৪. এম আরআর খতিয়ান নং ১০৪২ মাঠ খতিয়ান নং ১১৬৪, দাগ নং সাবেক ৩৭৫৫ হালে ১১৪০৮ জমির পরিমান ৬৪ শতকের কাতে ১৫ শতাংশ জমি কোবলা মুলে ক্রয় করে দুর্গাহাটা গ্রামের পিতামৃত শুকুর মাহমুদ খাঁ এর ছেলে আব্দুস ছালাম খাঁ ভোগ দখল করে আসছে বলে থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেছেন। উক্ত জমি নিয়ে আদালতে মামলা বিচারাধিন রয়েছে বলেও জানান তিনি। উক্ত জমি এলাকার চেয়ারম্যান আব্দুল মতিন মিঠু তার কোবলামুলে ক্রয়কৃত জমি দাবি করে জমিতে ইট ও বালু ফেললে উভয় মালিকের মধ্য উত্তেজনার সৃষ্টি হয়। এঘটনায় চেয়ারম্যান আব্দুল মতিন মিঠুর বিরুদ্ধে জোর করে জমিতে প্রাচীর নির্মানের অভিযোগ এনে আব্দুস ছালাম বাদী হয়ে ৭ জুন গাবতলী মডেল থানায় একটি অভিযোগ করেন। থানার ওসি বিষয়টি নিয়ে শালিসি বৈঠকের মাধ্যমে সমাধান করার আশ্বাস দিয়েছেন বলে বাদী জানিয়েছেন।
এব্যপারে দুর্গাহাটা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন মিঠুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার জমির মালিক (দাতা), ও আব্দুস ছালামের জমির মালিক (দাতা), খাজনা খারিজ আলাদা আলাদা। তার সাথে আমার কোন বিরোধ নেই। উল্টো আব্দুস ছালাম আমার কোবলা ও খারিজকৃত জমিতে অবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। আমি আমার দখলিয় ৩৭৫৫ দাগে ১৫ শতাংশ ভিটা জমিতে বালু ফেলে গর্ত ভরাট করেছি। সেখানে প্রচীর করার জন্য ইট ও বালু ফেলেছি।

error

Share this news to your community