কোহলিদের নারী ম্যাসাজ থেরাপিস্ট নিয়োগ

অনলাইন ডেস্ক: প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নারী স্টাফ নিয়োগ দেয়া হলো। এবার আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের সঙ্গে স্পোর্টস ম্যাসাজ থেরাপিস্ট হিসেবে ব্যাঙ্গালুরুতে কাজ করবেন নবনিতা গৌতম। এর আগে, আইপিএলে কোনো দল নারী সাপোর্ট স্টাফ নিয়োগ করেনি, কোহলির দলই প্রথম।

নবনিতা কাজ করবেন ইভান স্পিচলির সঙ্গে, যিনি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রধান ফিজিওথেরাপিস্ট। এছাড়াও সাপোর্ট স্টাফের টিমে রয়েছে বসু শাঙ্খের, যিনি দলের শক্তি এবং সতর্কিকরণ কোচ। নবনিতাকে দলের ক্রিকেটারদের শারীরিক ও মানসিক ক্লান্তি দূর করতে এবং অনুপ্রেরণা দেয়ার জন্য নিয়োগ করা হয়েছে।

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর চেয়ারম্যান সঞ্জীব চুড়িওয়ালা নবনিতাকে দলে পেয়ে বেশ খুশি। এ বিষয়ে তিনি বলেছেন, আমি খুব খুশি এই ঐতিহাসিক মূহুর্তের ভাগীদার হতে পেরে। সমস্ত ক্রীড়া ক্ষেত্রে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ এবং সাফল্য এটিকে সম্ভব করেছে।

error

Share this news to your community