কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন বগুড়া জেলা কৃষকলীগ

স্টাফ রিপোর্টার, বগুড়া নিউজলাইভ ডটকম: প্রানঘাতি করোনা ভাইরাসের প্রভাবে দেশের বিরাজমান পরিস্থিতিতে এবং করোনা ভাইরাস মোকাবেলায় চলতি বোরো মৌসুমে বগুড়ায় প্রান্তিক কৃষকের বোরো ধান কেটে দিলেন বগুড়া জেলা কৃষকলীগের নেতৃবৃন্দ। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভানেত্রী কৃষকরতœ শেখ হাসিনার আমন্ত্রন ও নির্দেশনায় করোনা ভাইরাসে কৃষি শ্রমিক সংকট সমাধানে নির্বিঘেœ কৃষকের ঘরে বোরো ধান তুলতে স্বেচ্ছাাশ্রমে কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমির চন্দ্র ও সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি’র নির্দেশক্রমে ও কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, রাজশাহী বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত কৃষকলীগ নেতা আব্দুল লতিফ তারিনের নেতৃত্বে প্রান্তিক কৃষকের ধান কর্তন থেকে শুরু করে ঘরে পৌছে দেন এবং ধান মাড়াইয়ের কাজও করে দেন নেতৃবৃন্দ। বগুড়া জেলা কৃষকলীগের উদ্যোগে শুক্রবার সকালে শহরের আকাশতারা মন্ডলপাড়া প্রান্তি কৃষক আলমগীর হোসেন এর ২ বিঘা জমির ধান কর্তন করে ঐ কৃষককের ঘরে তুলে দেন বগুড়া জেলা কৃষকলীগের সভাপতি মোঃ আলমগীর বাদশা। এই কর্মসূচীতে তিনি নিজে জমিতে নেমে কৃষকের ধান কেটে দেন। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের ক্রান্তিলগ্নে কৃষকের পাশে থাকবে কৃষকলীগের সকল নেতাকর্মী। শেখ হাসিনার সরকার বরাবরের মতোই কৃষকের পাশে দাঁড়িয়েছে। আমরা চলতি বোরো মৌসুমে কৃষকের পাশে থেকে বগুড়ার প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে এ কর্মসূচি যথাযথভাবে পালন করে যাচ্ছি। বাংলাদেশ কৃষিবান্ধব দেশ। তাই কৃষক বাঁচলে দেশ বাঁচবে। মরণঘাতি করোনা ভাইরাসে কারণে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, যুবলীগ কৃষকের পাশে স্বেচ্ছাশ্রম দিয়ে কৃষককে সহায়তা করছে এবং করে যাবে। শুধু তাই নয় এই সংকটময় মুহুর্তে বগুড়া সহ দেশের প্রতিটি জেলায় শেখ হাসিনা সরকার কৃষকের পাশে থাকবে এবং সকল ধরনের সহযোগিতা করে যাবেন। তিনি আরো বলেন, যখন যে অবস্থায় কৃষকের ডাকে কৃষকলীগ প্রান্তিক কৃষকের পাশে থেকে কাজ করে যাবে। উক্ত কর্মসূচিতে উপস্থিত বগুড়া জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক বাদল রহমান, শাহিন কাদির জোয়ারদার, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মানিক, কৃষি ঋণ বিষয়ক সম্পাদক বকুল আহম্মেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম টুটুল, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক বকুল মিয়া, সদস্য খালেকুজ্জামান, আমিনুল হক, শহর কৃষকলীগের আহব্বায়ক মাসুদ রানা সরকার, যুগ্ম আহব্বায়ক সুজাউদ্দৌলা সুজা, নবির উদ্দিন, জাহাঙ্গীর ও সহ বাবু প্রমূখ।

error

Share this news to your community