কাহালুর বীরকেদার ও কালাই ইউপির রিটার্ণিং অফিসার পরিবর্তন

কাহালু (বগুড়া) প্রতিনিধি, বগুড়া নিউজলাইভ ডটকমঃ বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ও কালাই ইউপির দায়িত্বপ্রাপ্ত রিটার্ণিং অফিসাকে অব্যাহতি দিয়ে নতুন রিটানিং অফিসার নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচন অফিসার জিন্নাত আরা জলি এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে আগামী ২৬ ডিসেম্বর কাহালু উপজেলার ৮টি ইউপি নির্বাচনের জন্য চারজন রিটার্ণি অফিসার নিয়োগ দেওয়া হয়। এই চারজনের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোতাহার হোসেনকে বীরকেদার ও কালাই ইউনিয়নের দায়িত্ব পান। দায়িত্ব পাওয়ার পর তিনি নানাভাবে সমালোচিত হন। গত বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাচন অফিসারের কাছে জেলা সিনিয়ার নির্বাচন অফিসার মোঃ মাহবুব আলম শাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে মোতাহার হোসেনকে রিটাণিং অফিসারের পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়েছে। অপরদিকে উল্লেখিত দুটি ইউনিয়নের রিটাণিং অফিসার হিসেবে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ফরহাদুল ইসলামকে। এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোতাহার হোসেনের সাথে মোবাইল ফোনে কথা বলা হলে তিনি জানান, আমাকে কি কারণে রিটার্ণি অফিসারের পদ থেকে অব্যহতি দিয়েছে তা আমি জানিনা।

error

Share this news to your community