আদমদীঘি থানা পুলিশকে পিপিই দিলেন সংসদ সদস্য

বগুড়া নিউজলাইভ ডটকম, আদমদীঘি প্রতিনিধি: বগুড়া-৩ আসনের সংসদ সদস্য এড. আলহাজ্ব নুরুল ইসলাম তালুকদার আদমদীঘি থানা পুলিশের জন্য ১০টি পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) বা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম দিয়েছেন। শনিবার রাতে উপজেলা পারিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু এসব সুরক্ষা সরঞ্জাম থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাকের কাছে হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, থানার এএসআই নজরুল ইসলাম প্রমূখ।
উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু বলেন, কারোনার সময় পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেন। দেশে বর্তমানে পেশাগত দিক থেকে সবচাইতে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে পুলিশ সদস্যরা এবং তারা আক্রান্তও হচ্ছেন। তাই পুলিশ সদস্যদের জন্য সামান্য কিছু পিপিই বা সুরক্ষা সরঞ্জামাদি এমপি সাহেবের পক্ষ থেকে হস্তাান্তর করতে পেরে ভালো লাগছে। শুধু পুলিশ নয় সব শ্রেণী-পেশার মানুষের বিপদে-আপদে সবসময় যেন পাশে থাকতে পারেন এজন্য তিনি দোয়া দেয়েছেন।

error

Share this news to your community