আদমদীঘিতে সড়ক দূর্ঘটনায় ৫জন হতাহত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধঃ বগুড়ার আদমদীঘির পূর্ব ঢাকা রোডে মাইক্রোবাস-আটোচার্জার মুখোমুখি সংঘর্ষে ৫জন হতাহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার পূর্ব ঢাকা রোড মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। এঘটনায় আল-আমিন (১৬) নামের একজন নিহত হয়েছেন। তিনি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বড় আখিড়া গ্রামের হবিবর রহমানের ছেলে। এ ঘটনায় আটোচার্জার চালক ছলিম উদ্দীন সাখিদারের ছেলে ফরহাদ হোসেন (৩০) একই গ্রামের মোশারফ হোসেনের ছেলে আহাদ (২৫), লুৎফর রহমানের ছেলে আব্দুল আলিম (৩৮), মৃত নৃপেন্দ্রনাথের ছেলে বিমল চন্দ্র সরকার (৫৫) গুরুতর আহত হয়। নিহত ও আহত সকলেই আটোচার্জারের যাত্রী ছিলেন। আল-আমিনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নওগাঁগামী একটি মাইক্রোবাস পূর্ব ঢাকা রোড নামকস্থানে পৌছালে অপরদিক থেকে আসা যাত্রীবাহী একটি আটোচার্জারের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটে। এতে আটোচার্জারের একযাত্রী নিহত ও ৪জন আহত হয়। ঘাতক মাইক্রোবাসটিকে আটক করা সম্ভব হয়নি।

error

Share this news to your community