আদমদীঘিতে ডাকাতি মামলায় আরো একজন গ্রেপ্তার

বগুড়া নিউজলাইভ ডটকম, আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার মুরইল-নশরতপুর সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তারের পর আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসলাম হোসেন (৪৩) উপজেলার বিনাহালি গ্রামের আবু খায়ের মন্ডলের ছেলে। রবিবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক রকিব হোসেন বলেন, গত ৩১ মে দিবাগত রাতে উপজেলার মুরইল-নশরতপুর রাস্তায় আন্তজেলা ডাকাত দলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জনৈক খায়রুল ইসলাম রুবেলের বাড়ির পূর্বপার্শ্বে একটি বাঁশ ঝাঁড়ে অভিযান চালিয়ে ৩টি বড় ধারালো হাসুয়া ও ৩টি লাঠি উদ্ধারসহ তিন জনকে আটক কারতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। এঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। শনিবার রাতে ওই মামলার আসামী আসলাম হোসেনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, আসলামকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারে জোর তৎপরতা চলছে।

error

Share this news to your community