আদমদীঘিতে গৃহবধূর আত্মহত্যা

বগুড়া নিউজলাইভ ডটকম, আদমদীঘি প্রতিনিধি: দীর্ঘদিনের কোমরের ব্যথা সহ্য করতে না পেরে বগুড়ার আদমদীঘিতে স্বামীর বাড়িতে সকলের অজান্তে পেয়ারা বেগম (৪২) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত গৃহবধূ উপজেলার চাঁপাপুর ইউনিয়নের গোবিন্দপুর পশ্চিমপাড়ার ইব্রাহিম সরদারের ২য় স্ত্রী। বৃহস্পতিবার দুপুরের দিকে ঘটনাটি ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাদী না থাকায় থানায় কোনো মামলা হয়নি।
পুলিশ জানায়, গৃহবধূ পেয়ারা বেগম দীর্ঘদিনের কোমর ও পায়ের ব্যথা রোগে ভূগছিলেন। কোমরের ব্যথা সহ্য করতে না পেরে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আদমদীঘির গোবিন্দপুর গ্রামে তার স্বামীর বাড়িতে বারান্দার তীরের সাথে দড়ি বেধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। স্বামী ইব্রাহিম কাজ থেকে বাড়ি ফিরে স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি ফাঁসি থেকে নামান। ওই গৃহবধূর স্বামীর দাবী- তার স্ত্রী কোমরের ব্যথা সহ্য করতে না পেরে এ ঘটনাটি ঘটিয়েছে। আদমদীঘি থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, কোন বাদী না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

error

Share this news to your community