আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে ২জনের মৃত্যু

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানাধীন আক্কেলপুরের রুকিন্দীপুর ইউনিয়নের মাতাপুর লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোকলেছার রহমান (৩৬) ও পাঁচবিবি লেভেল ক্রসিংয়ের দক্ষিন পার্শ্বে ট্রেনে কাটা পড়ে তবিরুল ইসলাম জয় (২৮) নামের দুই জনের মৃত্যু হয়েছে। নিহত মোকলেছার বগুড়া জেলার আদমদীঘি উপজেলার মাতাপুর গ্রামের বাসিন্দা ও তবিরুল দিনাজপুর নবাবগঞ্জের লাউগাড়ী গ্রামের তরিকুল ইসলামের ছেলে। এসব পৃথক ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় দুটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ১০টায় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস আন্ত:নগর ট্রেন মাতাপুর লেভেল ক্রসিংয়ে পৌছালে শ্যালোইঞ্জিনচালিত কলাবাহী ভটভটির সাথে ট্রেনের ধাক্কায় কলা ব্যবসায়ী মোকলেছার মারা যায় এবং সোমবার বিকেল ৫টায় পঞ্চগড় থেকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেসে কাটা পরে তবিরুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের অভিযোগে জানা যায়, মাতাপুর লেভেল ক্রসিংয়ে আগে কোনো গেট ব্যারিয়ার ছিল না। গত এক বছর আগে ওই গেটে নতুন করে গেট ব্যারিয়ার বসায় রেল কর্তৃপক্ষ। সেখানে গেটম্যানের বিশ্রামাগারও তৈরি করা হয়। তবে ওই গেটে ট্রেন আসা-যাওয়ার সময় গেট ব্যারিয়ার নামানো এবং ওঠানোর জন্য রেল কর্তৃপক্ষের কোনো গেটম্যান নেই।

error

Share this news to your community