সান্তাহারে ট্রাকে করে সিএনজি বিক্রি, দুর্ঘটনার আশাংকা

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের একাধিক স্থানে ট্রাকে সিলিন্ডার রেখে বিক্রি করা হচ্ছে সিএনজি। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঝুকিপূর্নভাবে বিভিন্ন যানবাহনে পাইপের মাধ্যেমে গ্যাস কেনাবেচা হলেও এই কার্যক্রম বন্ধে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে কোন প্রকার উদ্যেগ নেয়া হচ্ছে না। খোলা জায়গায় এবং জনবহুল স্থানে বেআইনী ভাবে গ্যাসের কেনাবেচা হওয়ায় যে কোন মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনার আশাংকা প্রকাশ করেছেন স্থানীয় জনগন। বিষয়টি বগুড়া জেলা প্রশাসক,আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার, আদমদীঘি থানার ওসি ও সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক কে অবহিত করার পরও অবৈধ গ্যাস বিক্রি বন্ধ হয়নি। এ বিষয়ে পৌর নাগরিকদের মাঝে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় জনগনের অভিযোগে জানা গেছে,গত রমজান মাসে সান্তাহার শহরের পশ্চিম ঢাকা রোড এলাকায় অবৈধভাবে ফিলিং ষ্টেশন বসিয়ে ট্রাকে করে সিলিন্ডার এনে সিএনজি বিক্রি শুরু করেন নওগাঁ এলাকার কয়েকজন ব্যবসায়ি। শহরের আবাসিক এলাকায় এ ভাবে গ্যাস বিক্রি হওয়ায় জনগনের মাঝে ক্ষোভ দেখা দিলে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ বিন রশিদ অভিযান পরিচালনা করে এটি বন্ধ করে দেন এবং আর্থিক জরিমানা আদায় করেন। কিন্তু কিছুদিন বন্ধ থাকার পর ট্রাকে করে ভ্রাম্যমান পন্থায় আবারো শুরু হয় অবৈধ গ্যাস কেনাবেচা। গ্যাসের অবৈধ কেনাবেচা বন্ধে এবং বড় ধরনের দুর্ঘটনা এড়াতে পৌরসভার নাগরিকদের পক্ষ থেকে প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ করা হয়। কিন্তু কয়েকমাস ধরে গ্যাস বিক্রি চললেও প্রশাসন এ বিষয়ে নিরব ভ’মিকা পালন করছে। সান্তাহার নাগরিক কমিটির অন্যতম সদস্য গোলাম আম্বিয়া বলেন, ঝুঁিকপূর্ন ভাবে সিএনজি বিক্রি হওয়ায় বড় ধরনের দুর্ঘটনার আশাংকা রয়েছে।তিনি বলেন, প্রশাসনের সকল মহল বিষয়টি জানার পরও এটি রহস্যজনক কারণে বন্ধের উদ্যেগ না নেয়ায় মানুষ ক্ষুদ্ধ। বিষয়টি মুঠোফোনে আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীনকে জানানো হলে তিনি উপজেলা নির্বাহী অফিসারের সাহায্যে নিয়ে ভ্রাম্যমান আদালত করতে বলেন। আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ বিন রশিদ এ বিষয়ে বলেন, এর সাথে অনেকেই জড়িত। এর আগেও এটি বন্ধে উদ্যেগ গ্রহন করা হয়েছিল কিন্তু তারা পুনরায় এটি চালু করেছে। অচিরেই তাঁদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। এ ব্যাপারে মুঠোফোনে বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহম্মেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,বিষয়টি তিনি জেনেছেন এবং এ ধরনের অবৈধ গ্যাস কেনাবেচা বন্ধের উদ্যেগ নেয়ার জন্য আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ প্রদান করেছেন। মঙ্গলবার সকাল বেলা গিয়েও সান্তাহার শহরের নাটোর বাইপাস সড়কে সরেজমিন গিয়ে গ্যাস কেনাবেচা করতে দেখা গেছে। তবে গ্যাস বিক্রেতা আবদুর রাজ্জাকের সাথে কথা বলতে চাইলে তিনি এ বিষয়ে কোন কথা বলতে রাজী হননি।

error

Share this news to your community