সারিয়াকান্দি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডলের দায়িত্বভার গ্রহণ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি, বগুড়া নিউজলাইভ ডটকমঃ সারিয়াকান্দি উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল দায়িত্বভার গ্রহণ করেছেন। বৃহম্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ হল রুমে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী তরফদারের সভাপতিত্বে মাসিক সমন্বয় সভায় তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এরপর নবনির্বাচিত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টুু মন্ডলের সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় উক্ত সমন্বয় সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওযামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু,থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, পৌর মেয়র মতিউর রহমান মতি,মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনুর বেগম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ এসএম মাহমুদুর রশিদ,কৃষি কর্মকর্তা আব্দুল হালিম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শাহ আলম,উপজেলা প্রকৌশলী (এলজিইডি) তুহিন সরকার,পরিবার পরিকল্পনা অফিসার এনামুল হক ,ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ, নারচী ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন বান্টু প্রমুখ । এসময় উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মমতাজুর রহমান,সদর ইউপি চেয়ারম্যান আব্দুল কাফী মন্ডল, ভেলাবাড়ী ইউপি চেয়ারম্যান রুবেল উদ্দিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মুনজিল আলী সরকার গত ১৮ আগষ্ট মৃত্যু বরণ করায় উপজেলা চেয়ারম্যান পদটি শুন্য হয়। গত ২ নভেম্বরের উপ নির্বাচনে বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে বিনা প্রতিদ্বন্দ¦ীতায় সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

error

Share this news to your community