সান্তাহারে মহল্লাবাসীর উদ্যোগে ঈদগাহ মাঠের জলাবদ্ধতার নিরসন

বগুড়া নিউজলাইভ ডটকম, আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের ব্যক্তিগত উদ্যোগে ইয়ার্ড কলোনীর ফুসওয়ালী মসজিদের সামনে ঈদগাহ মাঠে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন কাজের উদ্বোধন করা হয়। শুক্রবার জুম্মা নামাজের পর এ কাজের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ওই ওযার্ডের কাউন্সিলর ইঞ্জিনিয়ার আলহাজ্ব সাইফুল ইসলাম খোকন, সাবেক কাউন্সিলর জিআরএম শাহজাহান, ব্যাবসায়ী ও সমাজ সেবক আলাউদ্দিন, তরুন সমাজ সেবক ও ঝংকার স্পোর্টিং ক্লাবের সাধারন সম্পাদক রুহুল আমিন ঢালী, ঈমাম রফিকুল ইসলাম, আব্দুস সবুর সাবু, ইকবাল মাষ্টার, শাহীনুর, রেজা, জুয়েল, সারোওয়ার, রনি, রাশেদ, রাসেল, তরুন প্রমূখ।
ওই মহল্লার এসএম সামার রাজু বলেন, দীর্ঘ দিনের দূর্ভোগ এটি। সামান্য বৃষ্টি হলে জানাযা ও ঈদের নামাজ পড়া যায় না। সকলের সহযোগিতায় এ মাঠটি সংস্কার করায় মহল্লাবাসীর দূর্ভোগের হাত থেকে মুক্ত হলো।

error

Share this news to your community