ষষ্ঠ ধাপে বগুড়ার ২৩ ইউপিতে নৌকার মনোনয়ন পেলেন যারা

স্টাফ রিপোর্টার, বগুড়া নিউজলাইভ ডটকম: ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি বোর্ডের সভায় এ প্রার্থিতা চুড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এই ধাপের নির্বাচনে বগুড়ার ৪ উপজেলার ২৩টি ইউনিয়ন রয়েছে। এসব ইউপিতে নৌকা প্রতীক পেয়েছেন যারাঃ সারিয়াকান্দি উপজেলার সারিয়াকান্দি ইউপিতে সাহাম্মত করিম প্রামাণিক, ভেলাবাড়ীতে গোলাম রব্বানী, বোহাইলে গোলাম মোস্তফা তরফদার, চন্দনবাইশায় মাহমুদুন নবী, ফুলবাড়ীতে আনোয়ারুত তারিক, হাটশেরপুরে মতিয়ার রহমান, কামালপুরে রাছেদুউজ্জামান, কাজলায় শাহ জাহান আলী, কর্ণিবাড়ীতে আনছার আলী, কুতুবপুরে আতাউর রহমান (মিঠু) ও নারচীতে আলতাফ হোসেন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।সোনাতলা উপজেলার সোনাতলা ইইপিতে মাহবুবুল আলম, তেকানী চুকাইনগরে শামছুল হক, দিগদাইড়ে আলী তৈয়ব (শামীম), জোড়গাছায় আনারুল ইসলাম, মধুপুরে দবির হোসেন মন্ডল, পাকুল্লায় জুলফিকার রহমান ও বালুয়ায় আব্দুল আজিজ মন্ডলকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে।বগুড়া সদর উপজেলার ফাপোর ইউপিতে শফি মাহমুদ ও রাজাপুরে আবু জাফর ফারাজীকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে। গাবতলী উপজেলার নেপালতলী ইউপিতে শহীদুল ইসলাম বাবু, সুখান পুকুরে আলমগীর রহমান ও সোনারায়ে মজিবুর রহমান আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ।উল্লেখ্য, আগামী ৩ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই ৬ জানুয়ারি, মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে ৭ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি ১০ থেকে ১২ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি এবং ভোটগ্রহণ ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এই ধাপে সবগুলো ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

error

Share this news to your community