শাজাহানপুরে বায়তুন নূর জামে মসজিদ কমিটির কার্যক্রম স্থগিত ॥ ৭সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

বগুড়া নিউজলাইভ ডটকম, শাজাহানপুর প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজের দ্বিতীয় জামাত অনুষ্ঠানকে কেন্দ্র করে ঈদের দিন সকাল ৯টার দিকে বগুড়া শাজাহানপুরে মাদলা ইউনিয়নের চাঁচাইতারা এলাকায় দু’পক্ষের মধ্যে মারপিট, ধাওয়া-পাল্টা ধাওয়া ও মসজিদে তালা ঝুলিয়ে দেয়ার ঘটনা আপোস-মিমাংসার জন্য শুক্রবার সকাল সাড়ে ১০টায় থানা পুলিশ, আওয়ামী লীগ সহ স্থানীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের লোকজনের সমন্বয়ে মসজিদ চত্বরে এক শালিশী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দু’পক্ষের লোকজনের উপস্থিত থাকার কথা থাকলেও একটি পক্ষ উপস্থিত না থাকায় বিরোধ নিষ্পত্তি সম্ভব হয়নি। তবে শালিশী বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক মসজিদ কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং মসজিদের যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য ৬মাস মেয়দী ৭সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুর রশিদ প্রামাণিককে আহ্বায়ক, আব্দুল হালিম মাস্টারকে যুগ্ম-আহ্বায়ক এবং আব্দুল কাদের মাস্টার, আফজাল হোসেন মাস্টার, আবুল কালাম মোল্লা, ছলিম উদ্দিন আকন্দ ও রেজাউল করিম আকন্দকে সদস্য করা হয়েছে। মাদলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল বারী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত শালিশী বৈঠকে উপজেলা আওয়ামীলীগ সভাপতি দিলীপ কুমার চৌধুরী, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আজীম উদ্দিন, মসজিদের খতীব মাওঃ মোঃ আব্দুল লতিফ, মাদলা ইউপি সদস্য ফনি চন্দ্র সরকার, চাঁচাইতারা ঈদগাহ মাঠ কমিটির সভাপতি মোঃ কায়সার হামিদ শেখ, লক্ষ্মীকোলা শাহ্ রওশন জালাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আইয়ুব হোসেন, মাদলা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আমিনুল ইসলাম সোহাগ, শাজাহানপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ, উপজেলা আওয়ামীলীগ নেতা ইমরান হোসেন, রিয়াদ ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মোঃ রিপন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও

error

Share this news to your community