র‌্যাবের অভিযানঃ সলঙ্গায় টমেটো বোঝাই পিক আপ থেকে ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার

বগুড়া নিউজলাইভ ডটকম, তাড়াশ-রায়গঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় টমেটো বোঝাই পিক আপ ভ্যান থেকে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা। শনিবার সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকার খান আবাসিক হোটেলের সামনে অভিযান পরিচালনা করে ৩৫৬ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারীকে আটক করা হয়। আটককৃত মাদককারবারীরা হলো, দিনাজপুরে নবাবগঞ্জ থানার প্রাণ কৃষ্ণপুর চরার হাস গ্রামের রুহুল আমিনের ছেলে সৈয়দ রেজাউল করিম (৫৫) ও একই থানার আমবাগান গ্রামের আশরাফ আলীর ছেলে রবিউল ইসলাম (৩০)


র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এম, এম, এইচ ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অস্থায়ী চেক পোষ্ট বসিয়ে দিনাজপুর থেকে ঢাকাগামী টমেটো বোঝাই একটি পিক আপ ভ্যানে তল্লাশী চালিয়ে ৩৫৬ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এছাড়াও মাদক কাজে ব্যবহৃত ২ টি মোবাইল, ২ টি সীম নগদ ৭ হাজার দুইশত টাকা ও মাদক পাচার কাজে ব্যবহৃত পিক আপ ভ্যান জব্দ করা হয়েছে। সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

error

Share this news to your community