মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় বগুড়ার ২জনসহ ১০জনকে আটক করেছে বিজিবি

ঝিনাইদহ সংবাদদাতা, বগুড়া নিউজলাইভ ডটকমঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১০ জনকে আটক করেছে বিজিবি। শনিবার বেলা আড়াইটার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধিনস্ত যাদবপুর বিওপির গোপালপুর গ্রামের মাঠ থেকে এদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৭ জন নারী ও ৩ জন পুরুষ রয়েছে।

মহেশপুর ৫৮ বিজিরি অতিরিক্ত পরিচালক তসলিম মোঃ তারেক এক ই-মেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতরা হলো বগুড়া জেলার আদমদিঘী থানার নতুন বাজার গ্রামের মৃত রমজান আলীর ছেলে মোঃ সোহাগ (৩২) একই গ্রামের আতিকুল ইসলামের স্ত্রী সুমি (২৯), ঝিনাইদহ জেলার সদর থানার ধোপাঘাটা গ্রামের মোঃ আবেদ আলীর ছেলে মোঃ মিন্টু মিয়া (৩৮), শরিয়তপুর জেলার পালং থানার গাজীপুর গ্রামের নির্মল এর ছেলে তুহিন (৩৩), নড়াইল জেলার কালিয়া থানার সিতারামপুর গ্রামের মোঃ লিয়াকত মোল্লার মেয়ে মোছাঃ মাবিয়া (২৫)সহ ১০ জন।

আটককৃত সবাই বাংলাদেশী নাগরিক বলে বিজিবি সুত্রে জানা গেছে। বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের অপরাধে তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

error

Share this news to your community