বগুড়া শেরপুরে স্বাস্থ্যবিধি না মানায় ২৯জনকে জরিমানা

স্টাফ রিপোর্টার, বগুড়া নিউজলাইভ ডটকম: স্বাস্থ্যবিধি না মানায় বগুড়ার শেরপুরে ২৯জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দিনভর পৌরশহরের স্থানীয় বাসষ্ট্যান্ড, ধুনটমোড় ও শহরতলীর রণবীরবালা এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: জামশেদ আলাম রানা। এসময় মাস্ক না পরায় এবং সামাজিক দূরত্ব বজায় না রাখায় ২৯জনের নিকট থেকে ৪ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জামশেদ আলাম রানা বলেন, প্রাণঘাতী করোনার হাত থেকে বাঁচতে শারীরিক দূরত্ব রক্ষা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। কিন্তু অনেক ক্ষেত্রেই সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের মধ্যে এ ব্যাপারে উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। তাই এভাবে চলতে দেয়া যায় না। করোনা সংক্রমণ প্রতিরোধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

error

Share this news to your community